মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১ ৭ই বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ
Bangladesh Total News
বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) চট্টগ্রাম উত্তর জেলা সংসদের বার্ষিক গীতা ও নৈতিক শিক্ষা পরিক্ষা ১৯’র পুরষ্কার বিতরণ ও সাটিফিকেট প্রদান ২২ জানুয়ারী শুক্রবার সকাল ১০ টায় বাগীশিক কেন্দ্রীয় সংসদ মিলনায়তন আন্দরকিল্লায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধানঅতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের অন্যতম সমাজসেবী প্রতিষ্ঠান ইপসার পরিচালক ( অর্থ) পলাশকুমার চৌধুরী, সভায় আর্শীবাদক ছিলেনবাগীশিক কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা এড তপনকান্তি দাশ, উদ্বোধক ছিলেন জেলাসংসদেরপ্রধান পৃষ্ঠপোষকসমীরকান্তি দে, মঙ্গল প্রদীপপ্রজ্বলনকরেনবিশিষ্ট জ্যোতিষবিদ ও পুরোহিত গৌরাঙ্গপ্রসাদ ভট্টাচার্য, মহান অথিতি ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের সন্মানিত সভাপতি দেশপ্রিয় চৌধুরী বিনয়, প্রধান বক্তা ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের সন্মানিত সাধারণ সম্পাদক অনজন কুমার দাশ, বিশেষ অতিথি ছিলেন বাগীশিক উত্তর জেলা সংসদের উপদেষ্টা মিলনশর্মা, ডাঃ এলভিনসাহা, এড.বাসন্তী প্রভা পালিত, সমীর কান্তি পাল, পৃষ্ঠপোষক টিংকু কুমার ভৌমিক, বাগীশিক চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি শিপুলকু মার দে, সম্পাদক রুপকশীল, কাজলপাল, শুভাশিষ চৌধুরী,সুমন দেব নাথ, শিবু দাশ, বরুনআচার্য বলাই, নিকুশীল,পরিমল দাশ,ননী গোপাল দেবনাথ, ছোটন দাশ, সুজনচক্রবর্তী, নারায়ন গোষ্মামী, ঝুলন দেব, প্রবাসবনিক, উজ্জ্বল কুমার দেব প্রমুখ। সমগ্র অনুষ্ঠানসঞ্চালনকরেনপ্রিয়াশিষচক্রবর্তী, সভাপতিত্ব করেনসংসদেরসভাপতি অমৃতলাল দে।