সোমবার, ১ মার্চ ২০২১ ১৬ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
Bangladesh Total News
এম মনির চৌধুরী রানা: চট্টগ্রামের বোয়ালখালীতে অটোরিকশা করে দেশীয় তৈরি চোলাই মদ পাচারকালে ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছে থেকে ১শত লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।বৃহস্পতিবার (২৮শে জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্টপুরা গুচ্ছগ্রাম সড়কের পুতামুড়া মাজারের সামনে থেকে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।গ্রেফতারকৃতরা হলেন, সারোয়াতলী ইউনিয়নের শুক্কুর আলী মাজার এলাকার মো. ইউনুচের ছেলে মাহমুদুল হক মানিক (২৬), আহলা কড়লডেঙ্গা ধলঘাট জয়কালী বাড়ী এলাকার হরিপদ দাসের ছেলে সুমন দাস (৩০), একই ইউনিয়নের গাজী পাড়ার আলী আকবরের ছেলে আবদুল মান্নান (৩২), পটিয়া ধলঘাট গণি চৌধুরী বাড়ীর মো. রফিকের ছেলে মোস্তাক চৌধুরী (৩৫) ও শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়নের মালাকার পাড়ার ননী মালাকারের ছেলে সুমন মালাকার।বোয়ালখালী থানার উপ-পরিদর্শক সুমন কান্তি দে বলেন, মাদক পাচারকালে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া মাদক বহনকারী সিএনজি অটো রিকশাটিসহ ১শত লিটার চোলাই মদ জব্দ করা হয়েছে।