মঙ্গলবার, ২ মার্চ ২০২১ ১৭ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
Bangladesh Total News
ডেস্ক রিপোর্ট: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক আলহাজ্ব মোহাম্মদ খোরশেদ আলম সুজন আজ সকালে সদ্য প্রয়াত আওয়ামী লীগ নেতা ও নগরীর আলকরণ ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মরহুম তারেক সোলেমান সেলিমের বাসভবনে গিয়ে তাঁর শোক সন্তপ্ত পরিবারের সাথে দেখা করে তাঁদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। এই সময় তিনি বলেন, সাবেক ছাত্র নেতা হিসেবে তারেক সোলেমান সেলিম বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনসহ স্বৈরাচার বিরোধী আন্দোলনে রাজপথে গুরুত্বপূর্ন ভূমিকা রেখেছেন। শিশু-কিশোর সংগঠন খেলাঘরের সংগঠক হিসেবেও তাঁর নানমুখী কর্মকান্ড তাঁকে বিশেষ ভাবে আলোকিত করেছে। একজন সফল জনপ্রতিনিধি হিসেবে তিনি এলাকাবাসীর সুখে-দু:খে সবসময় পাশে ছিলো। তাঁর অকাল মৃত্যুতে এক অপূরনীয় শূন্যতার সৃষ্টি হলো। এসময় মরহুমের স্ত্রী, পুত্র ও কন্যাসহ কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সহ-সম্পাদক শওকত হোসাইন, কাউন্সিলর প্রার্থী আব্দুস সালাম মাসুম, তারেক ইমতিয়াজ ইমতু, তারেক ইফতেখার ইফতু, অনির্বান দাশ বাবু, নাছির উদ্দিন, রফিকুল মান্নান জুয়েল, রিপন কিশোর রায়, লিটন শীল প্রমূখ উপস্থিত ছিলেন। এর আগে চসিক প্রশাসক মরহুমের কবর জিয়ারত করেন এবং তার রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন।