শনিবার, ৬ মার্চ ২০২১ ২১শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
Bangladesh Total News
গত শনিবার রোটারী ক্লাব অব চিটাগাং সিটি ক্লাবের জিএসআর রোটারীয়ান আবুল
মহসিন মীরজাহানের মৃত্যুতে অনলাইনে এক শোক সভার আয়োজন করে। এতে ক্লাবের
সদস্যবৃন্দ তার বিদেহী আতœার শান্তি ও তার শোকসন্তুপ্ত পরিবারের প্রতি
সমবেদনা জানিয়ে ক্লাবের প্রতিষ্টার সময় তার অবদানের কথা স্বরণ করে বক্তব্য
রাখেন। বক্তারা আরো বলেন বহু মাত্রিক প্রতিভার অধিকারী মরহূম মীরজাহান চৌধুরী
একজন মানবিক মানুষ ছিলেন। তার মৃত্যুতে দেশ ও জাতির এক অপূরণীয় ক্ষতি সাধিত
হলো। ক্লাব সভাপতি রোটারীয়ান মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্তে অনুষ্টিত সভায়
বক্তব্য রাখেন ক্লাবের চার্টার প্রেসিডেন্ট রোঃ এড উত্তম কুমার দত্ত, পিপি
লিয়াকত আলী চৌধুরী, পিপি কামরুল মোর্শেদ তমাল, রোঃ জসীম উদ্দিন
চৌধুরী,আইপিপি এডভোকেট জহির উদ্দীন মাহমদু,প্রেসিডেন্ট ইলেক্ট রোঃ মোহাম্মদ
হোসেন,সেক্রেটারী রোঃ শরীফুর রহমান,ট্রেজারার শহিদুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারী
মৃনাল কান্তি দত্ত,রোঃ দেবাশীষ বড়ুয়া ও রোঃ নাজমুল হক।