শনিবার, ৬ মার্চ ২০২১ ২১শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
Bangladesh Total News
ডেস্ক রিপোর্ট: চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনকে সামনে রেখে ২৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ইতিমধ্যে নগরীতে টহল শুরু করেছে তারা।সোমবার বিকেলে থেকে বিজিবির গাড়িগুলো বন্দরনগরীর বিভিন্ন এলাকায় এ কার্যক্রম শুরু করেছে।জানা গেছে, ২৫ প্লাটুন বিজিবির মধ্যে ২২ প্লাটুন দায়িত্ব পালন করবে চসিক এলাকায়। তিন প্লাটুন থাকবে স্ট্রাইকিং ফোর্স হিসেবে। প্রতি প্লাটুনে ১৬ জন করে বিজিবি সদস্য আছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (মেট্রো) সুমনী রহমান। তিনি বলেন, ‘নির্বাচন কমিশন থেকে জারি হওয়া পরিপত্র অনুযায়ী সোমবার বিকেল থেকে শহরে ২৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিকেলে বিজিবি সদস্যরা রিটার্নিং অফিসারের কার্যালয়ে এবং জেলা প্রশাসনের রিপোর্ট করে টহল দিতে শুরু করেছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেটরা তাদের তত্ত্বাবধান করবেন। তারা নির্বাচনের পরদিন পর্যন্ত বিজিবি নগরীতে দায়িত্ব পালন করবেন।’
বহুল প্রতীক্ষিত চসিক নির্বাচনে আগামী বুধবার (২৭ জানুয়ারি) ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আচরণবিধি অনুযায়ী সোমবার মধ্যরাতের পর করা যাবে না কোনো ধরনের প্রচার-প্রচারণা।