শুক্রবার, ৫ মার্চ ২০২১ ২০শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
Bangladesh Total News
ডেস্ক রিপোর্ট: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজন ১৯৮৮ সালের ২৪ জানুয়ারির নৃশংসতম গণহত্যার শহীদদের স্মরণে আজ রোববার সকালে নগরীর পুরাতন বাংলাদেশ ব্যাংক চত্বরে স্থাপিত শহীদ স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে চসিক প্রশাসক বলেন লোমহর্ষক ঘটনা সম্বলিত ২৪ জানুয়ারি আসলেই জাতির বিবেকবান হৃদয়ে রক্তক্ষরণ হয়। সেদিনের ভয়াবহতা ও মানুষের আহাজারী কখনো স্মৃতি থেকে মোছার নয়। যারা সেদিন বুকের তাজা রক্ত ঢেলে আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রক্ষা করেছিল তাদের ঋন কখনো শোধ হবেনা। ৩৩ বছর পর এই মামলার বিচারে ৫ অভিযুক্তের মৃত্যু দন্ডের সাজা হয়েছে। আদালেতে রায়ে এটাকে পরিকল্পিত গণহত্যা বলে পর্যবেক্ষণ দিয়েছেন। শ্রদ্ধা নিবেদনকালে চসিক প্রশাসকের সাথে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।