শুক্রবার, ৫ মার্চ ২০২১ ২০শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
Bangladesh Total News
২৩শে জানুয়ারি, ২০২১ইং তারিখে বিকাল ৪টায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ এর ঢাকা মহানগর শাখার উদ্যোগে শহীদ আসাদ দিবস ও ঐতিহাসিক গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে “মুজিববর্ষের অঙ্গীকারঃ সার্বভৌমত্ব আমাদের অহংকার” শীর্ষক আলোচনা সভায় বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ’র প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা এস, এম, আবুল কালাম আজাদ উপরোক্ত কথা বলেন।
বিএনএফ প্রেসিডেন্ট আরো বলেন, “সাম্রাজ্যবাদ, আধিপত্যবাদ বিরোধী মুক্তিযুদ্ধের চেতনাকে শানিত করে জাতীয়তাবাদী গণতান্ত্রিক শক্তির বিকল্প কেন্দ্র গড়ে তুলে জাতীয় স্বাধীনতা ও রাষ্ট্রীয় স্বার্বভৌমত্বকে নিরঙ্কুশ করতে হবে। বিএনএফ’কে জন আকাঙ্খার বাংলাদেশ গড়তে দায়িত্বশীল রাজনৈতিক দলের ভূমিকায় অবতীর্ণ হতে হবে।“
ঢাকা মহানগর বিএনএফ’র সভাপতি এ,ওয়াই,এম কামরুল ইসলামের সভাপতিত্বে ও ঢাকা মহনগর বিএনএফ’র সাধারণ সম্পাদক মোঃ শফিউল্লাহ চৌধুরীর পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন, বিএনএফ’র সেক্রেটারি জেনারেল ডঃ নজরুল ইসলাম আল-মারুফ, কেন্দ্রীয় নেতা সর্বজনাব আতিকুর রহমান নাজিম, মমতাজ সুলতানা, এস এম ইসলাম, নুরুল ইসলাম জেন্টু, শাহরিয়ার ইকবাল, খলিলুর রহমান, মোঃ সাইফুল ইসলাম, শামসুল আলম স্বপন, সৈয়দ মাহবুব হাসান আজাদ, রিয়াদুল আহসান রনি, সজীব কায়সার মিথুন প্রমুখ।