সোমবার, ১ মার্চ ২০২১ ১৬ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
Bangladesh Total News
ভূজপুর থানার হারুয়াল ছড়ি ইউনিয়নে অবস্থিত সার্বজনীন জোতিশ্বরানন্দ কেন্দ্রীয় গীতা মন্দিরের ১১তম বিশ্ব শান্তি গীতাযজ্ঞ শ্রীমৎ স্বামী পরমানন্দ গিরি মহারাজ এর চ-ী পাঠের মাধ্যমে আরম্ভ হয়। শঙ্কর মঠ ও মিশন সহ বিভিন্ন মন্দিরের মহারাজ এর উপস্থিতিতে সকল মানব জাতির শান্তি কামনায় বিশ্ব শান্তি গীতাযজ্ঞের আহুতি ও মন্দিরের সভাপতি রনজিত কুমার শীলের সভাপতিত্বে ধর্ম সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন হারুয়ালছড়ি ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব ইকবাল হোসেন চৌধুরী। মহান অতিথি ছিলেন এডভোকেট তরুণ কিশোর দেব, বুলবুল দে, এডভোকেট মিহির দে, ভূজপুর থানার এসআই সুমন চন্দ্র দাশ, বাংলাদেশ পূজা পরিষদ ভূজপুর থানা শাখার সভাপতি প-িত লিংকন চক্রবর্তী, সহ-সভাপতি কেশব দে, বীর মুক্তিযোদ্ধা বাবুল দে, মাস্টার বাবলা দে, ডাক্তার ছোটন দে, অর্থ সম্পাদক সন্তোষ শীল, প্রকাশ আচার্য, সুজন দে, সম্পাাদক যীশু চন্দ্র দে, নিলু দে, মন্দিরের প্রধান ভূমিদাতা চিত্তরঞ্জন শীল, শীতলা মায়ের মন্দিরের সভাপতি সুমন শীল, ডা. বরুণ কুমার আচার্য বলাই, সবুজ শর্মা, প্রভাত শীল, কাজল শীল, রনি, জয়, বিজয়, নিউটন, অপু দে, আশীষ শীল ও সহস্র ভক্ত নরনারী। অতিথিদেরকে উৎসব উদযাপন কমিটির সভাপতি ডাক্তার বিকাশ শীল ফুলেল শুভেচ্ছা জানান। সভায় প্রধান অতিথি মন্দিরের উন্নয়ন কাজের জন্য প্রতিশ্রুতি দেন। মনোরম সাংস্কৃতিক সন্ধ্যা শুরু করেন প্রকাশ শীল। করোনাভাইরাস মুক্তির কামনায় শান্তির বাণীপাঠ করে আজকের অনুষ্ঠানের সমাপ্ত করা হয়।