মঙ্গলবার, ২ মার্চ ২০২১ ১৭ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
Bangladesh Total News
মো:রিমন চৌধুরী,নীলফামারী জেলা প্রতিনিধি: নীফামারীর ডোমারে জাতীয় পার্টি,র আয়োজনে সাবেখ সংসদ সদস্য জাফর ইকবাল সিদ্দিকীর সহজগীতায় গরীব অসহায় ৪শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। উপজেলা ও পৌর জাতীয় পার্টির আয়জীত শুক্রবার (২২ জানুয়ারী) বিকেলে ডোমার নাট্যে সুমুতি মিলাতয়নে ডোমার পৌর জাতীয় পার্টি,র সভাপতি হাবিবুল্লাহ এর সভাপতিত্বতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসাদুজ্জামান চয়ন,আহ্বায়ক জাতীয় পার্টি ডোমার উপজেলা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সার্জেন্ট তৌহিদুল ইসলাম,সদস্য সচিব ডোমার উপজেলা ,হাসান চৌধুরী সাধারন সম্পাদক ডোমার পৌর জাতীয় পার্টি পৌর ১নং ওয়ার্ড জাপার সভাপতি রস্তম আলী প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানের প্রধান অতিথি আসাদুজ্জামান চয়ন বলেন আগামী ডোমার পৌর নির্বাচনে দলের মনোনীত নাঙ্গল মার্কার প্রার্থীকে জয় লাভ করতে সকল এস্তরের নেতা কর্মীকে নীরালশ ভাবে কাজ করার আহবান জানান। আলোচনা শেষে হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।