মঙ্গলবার, ২ মার্চ ২০২১ ১৭ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
Bangladesh Total News
ঘাসের ডগায় শিশির (ঘাডশি) সাহিত্য পরিষদ কবি সাহিত্যিকদের নিয়ে গঠিত একটি সামাজিক সংগঠন। উক্ত সংগঠনের কবি ও সাহিত্যিকদের যৌথ উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান গতকাল ২২ জানুয়ারী সকালে চট্টগ্রাম নগরীর পুরাতন রেলওয়ে স্টেশনে অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, ঘাসের ডগায় শিশির (ঘাডশি) সাহিত্য পরিষদের প্রধান উপদেষ্টা, কথন সম্পাদক গীতিকার ফারুক হাসান, উপদেষ্টা ডা. মোহাম্মদ জামাল উদ্দীন, ঘাডশি সাহিত্য পরিষদের সভাপতি ডা: বেলাল হোসেন উদয়ন, সাধারাণ সম্পাদক লায়ন আবু সালেহ্ প্রিয় বার্তাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক শোয়েব হাসান, ঘাডশির যুগ্ন সাধারণ সম্পাদক মুহাম্মদ মাহফুজুর রহমান, ডা: গৌতম ঘোষ, শিশু সাহিত্যিক রথিদ্রজিৎ হিরো বড়ুয়া, ডাঃ কানু দাশ, নরেশ্বর দাস, কবি অভিলাষ মাহমুদ, শাওন রানা প্রমুখ। অনুষ্টানে বক্তারা বলেন, মানবসেবার মত মহৎ কাজ আর কিছুই নেই। তাই ঘাডশির কবি, সাহিত্যিকরা শুধু লিখালিখির মধ্যে সীমাবদ্ধতা না রেখে পথকলি ও শীতার্ত মানুষের পাশে শীতবস্ত্র নিয়ে দাঁড়িয়েছে।