বুধবার, ২৪ ফেব্রুয়ারি ২০২১ ১১ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
Bangladesh Total News
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ দল খুব করেই চাইছে এক ম্যাচ আগেই শুক্রবার সিরিজ জয় নিশ্চিত করতে। এ লক্ষ্যে এদিন টস হেরে ফিল্ডিংয়ে নেমে দলটিকে দারুণ শুরু এনে দেন মোস্তাফিজুর রহমান। পরে সাকিব আল হাসান আর মেহেদি হাসান মিরাজ নিয়োমিত বিরতিতে উইকেট নিয়ে চেপে ধরেন ওয়েস্ট ইন্ডিজকে। শেষ পর্যন্ত তাদের অসাধারণ বোলিং নৈপুণ্যে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সফরকারীদের মাত্র ১৪৮ রানে গুটিয়ে দিয়েছে টিম টাইগার্স।
শুক্রবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে আগে বল হাতে নিয়ে শুরু থেকেই ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানদের চেপে ধরেন মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন। পরে মেহেদি হাসান মিরাজ ও সাকিব আল হাসান সফরকারীদর নেন বড় পরীক্ষা। শেষ দিকে আবারও মোস্তাফিজ ও মিরাজ দেখান ঝলক। যে কারণে বেশিদূর এগোতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ৪৩.৪ ওভারে তারা গুটিয়ে গেছে ১৪৪ রানে। তাই এক ম্যাচ আগে সিরিজ জিতে নিতে লক্ষ্যমাত্রাটা সহজই পেয়েছে বাংলাদেশ।
বাংলাদেশের সবচেয়ে সফল বোলার মেহেদি হাসান মিরাজ। এ স্পিনার ৯.৪ ওভারে ২৫ রানে নিজের পকেটে ৪ উইকেট পুরেছেন। এদিকে ১০ ওভারে ৩০ রানের বিনিময়ে সাকিব নেন ২টি উইকেট। আর মোস্তাফিজের শিকার ২ উইকেট। এজন্য এ বাঁহাতি রান দিয়েছেন ৭.১ ওভারে ১৫। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৪১ রান করেছেন রোভম্যান পাওয়েল। অভিষিক্ত কেয়র্ন ওটলি করেন ২৪ রান।