বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২১ ১২ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
Bangladesh Total News
ডেস্ক রিপোর্ট: পাবনায় ট্রাকচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন। শুক্রবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ৮ টায় পাবনা-সুজানগর সড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত যাত্রীরা হলেন-ঝন্টু কুন্ডু (৬০) ও আরিফা খাতুন।দুবলিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শফিউল আলম জানান, পাবনা থেকে সুজানগর অভিমুখে যাওয়া কয়লা ভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দুবলিয়া বাজার এলাকায় সুজানগর থেকে পাবনাগামী অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলে অটোরিকসার যাত্রী ঝন্টু কুন্ডু মারা যান। এ সময় চালকসহ আরও ৩ যাত্রী আহত হয়। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরিফা খাতুন নামে আরও একজনের মৃত্যু হয়।