শনিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২১ ১৪ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
Bangladesh Total News
ডেস্ক রিপোর্ট: বান্দরবানের থানচির ওয়াক চাককু পাড়া এলাকায় চাঁদের গাড়ি খাদে পড়ে দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে পাঁচ জনে দাঁড়িয়েছে। থানচি স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার আব্দুল্লাহ আল নোমান এ তথ্য নিশ্চিত করেন।নিহতরা ব্যক্তিরা হলেন- কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার পূর্ব বড় বেহুলা এলাকার বাসিন্দা মো. আশু, চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাজালিয়া এলাকার বাসিন্দা মো. হোসেন, থানচি উপজেলার বাকলাইয়ের বাসিন্দা পায়েল বম, চকরিয়ার বাসিন্দা নাসির ও মোহাম্মদ সাদ্দাম হোসেন।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকালে সাড়ে ১০টার দিকে থানচি বাজার থেকে তিন কিলোমিটার দূরে ওয়াক চাককু পাড়া এলাকায় চাঁদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই তিন জন নিহত হন।থানচি থানার অফিসার ইনাচার্জ (ওসি) সাইফুদ্দিন আনোয়ার জানান, নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে।