শনিবার, ৬ মার্চ ২০২১ ২১শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
Bangladesh Total News
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৭ হাজার ৯৫০ জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ৬৫৬ জন। মোট শনাক্ত ৫ লাখ ২৯ হাজার ৬৮৭ জনে দাঁড়িয়েছে। এছাড়া ২৪ ঘণ্টায় ৬১৭ জন এবং এখন পর্যন্ত ৪ লাখ ৭৪ হাজার ৪৭২ জন সুস্থ হয়ে উঠেছেন।আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।এতে আরো জানানো হয়, ১৯৯টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৪৫৯টি নমুনা সংগ্রহ এবং ১৫ হাজার ৪১০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৩৫ লাখ ৬৬৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে।২৪ ঘণ্টায় শনাক্তের হার ৪ দশমিক ২৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৫৮ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫০ শতাংশ।