শনিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২১ ১৪ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
Bangladesh Total News
ডেস্ক রিপোর্ট: আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে চলছে জোর প্রচারণা। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ একত্র হয়ে ভোটের প্রচারণার মাঠে সরব রয়েছে রাত-দিন। চসিক নির্বাচনে রেজাউল করিম চৌধুরীর পক্ষে নির্বাচনে নৌকার ভোট চেয়ে নিরলস কাজ করে যাচ্ছেন যুবনেতা দেবাশীষ পাল দেবু ও ৯নং ওয়ার্ড যুব মহিলালীগের সভাপতি সাজেদা বেগম সাজু।
নির্বাচনে নৌকার প্রচারণায় বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে সমন্বয়কের দ্বায়িত্বও পালন করছেন তিনি। সেই ধারাবাহিকতায় ১৯ জানুয়ারী নৌকার প্রার্থী বীরমুক্তিযোদ্ধা, বাংলাদেশ আওয়ামী লীগ চট্টগ্রাম মহানগর শাখার সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক এম. রেজাউল করিম চৌধুরী পক্ষে চট্টগ্রাম মহানগরীর ৯নং উত্তর পাহাড়তলী ও ১০নং উত্তর কাট্টলী ওয়ার্ড এলাকায় গণসংযোগ করেন দেবাশীষ পাল দেবু ও সাজেদা বেগম সাজুর নেতৃত্বে অনেক নেতাকর্মীরা। জনসংযোগের প্রচারভিযানে তারা বলেন, পরিচ্ছন্ন নগরী এখন সময়ের দাবী। আধুনিক, পরিছন্ন ও পরিকল্পিত নগরী হিসেবে চট্টগ্রামকে গড়ে তুলতে রেজাউল করিম চৌধুরীকে ভোট দেয়ার আহবান জানান। এ-সময় প্রফেসার নুর নবী পারভেজ, নুরুল ইসলাম রাসেল, নিজাম উদ্দীন, ইব্রাহীম, ফরিদা বেগম, নুরুল ইসলাম রিয়াদ, মাইনুল হাসান সোহান, আব্দুর রহিম, মোঃ তারেক হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।