মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১ ১২ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
Bangladesh Total News
ডেস্ক রিপোর্ট: ১৭ নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ শহিদুল আলম ২৭ জানুয়ারির অনুষ্ঠিতব্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনে তাঁর ওয়ার্ডের বাসিন্দাদের নোট নয়,সৎ যোগ্য ও শিক্ষিত প্রার্থী দেখে ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন,আপনারা যোগ্য লোককে নির্বাচিত করে নিজের বিবেককে জয়ী করুন। এতে সমাজ ও নগরবাসী কাক্সিক্ষত নাগরিকসেবা পেলে চট্টগ্রাম নগরী স্মার্ট সিটিতে পরিণত হবে বলে তিনি মন্তব্য করেন। তিনি ২৭ জানুয়ারির ভোটে মেয়র পদে রেজাউল ভাইকে নৌকা ও কাউন্সিলর পদে তাঁকে ঘুড়ি মার্কায় ভোট দিয়ে জয়ি করতে এলাকাবাসীর প্রত্যক্ষ সহযোগীতা কামনা করেন । শহিদুল আলম গতকাল শনিবার (৯জানুয়ারি) ১৭ নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের চকবাজার ধুনির পোল,কেবি আমান আলী রোড,বড় মিয়া মসজিদ এলাকা,বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয় সড়ক, রসূলবাগ আবাসিক মসজিদ এলাকা, বিকল্প খালের পাড় এলাকায় স্থানীয় জনগণ,ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের সাথে নিয়ে গণ সংযোগ কালে একথা বলেন। এসময় ওয়ার্ড আওয়ামী লীগ নেতাদের মধ্যে রফিক উদ্দীন,মুজিবুর রহমান,মনসুর আলী,কামাল আহমদ,ডা.ইমরান,মামুন,আব্দুল হাকিম,গেঅরঅম মোক্তাদির হেলাল,আজগর হোছাইন,নাজিম দেওয়ান ও ছাত্রনেতা আহমদ শুভ তাঁর সাথে ছিলেন।