মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১ ৭ই বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ
Bangladesh Total News
ডেস্ক রিপোর্ট: চীনের একটি সোনার খনিতে ভয়াবহ বিস্ফোরণের পর আটকা পড়েছেন অন্তত ২২ জন শ্রমিক। এরই মধ্যে তাদের জীবিত উদ্ধারে উদ্ধারকারী দল পাঠিয়েছে কর্তৃপক্ষ। চীনা বার্তা সংস্থা সিনহুয়ার বরাতে খবরটি জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। রবিবার (১০ জানুয়ারি) স্থানীয় সময় চীনের পূর্বাঞ্চলীয় শ্যানডং প্রদেশের শিচেং এলাকায় দুর্ঘটনাটি ঘটে। চীনের সরকারি মিডিয়া দ্য গ্লোবাল টাইমস সামাজিক মাধ্যমে একটি পোস্টে শ্যানডং কর্তৃপক্ষের বরাতে জানিয়েছে, উদ্ধারকর্মীরা আটকে থাকা শ্রমিকদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না।সিনহুয়া জানিয়েছে, বিস্ফোরণটি ভূগর্ভস্থ যোগাযোগ সিগন্যাল সিস্টেমকে ক্ষতিগ্রস্ত করেছে। যার কারণে তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন সম্ভব হচ্ছে না।এই খনিটির মালিক শ্যানডং উকাইলং ইনভেস্টমেন্ট। চীনের খনিগুলো বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ।উল্লেখ্য, গত ডিসেম্বরে চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর চংকিংয়ের একটি খনিতে আটকা পড়ে কমপক্ষে ১৮ জন মারা গিয়েছিলেন। মাত্র দু’মাসের মধ্যে এই অঞ্চলের এটি দ্বিতীয় দুর্ঘটনা।ডায়োশুইডং কয়লা খনিতে মাত্রাতিরিক্ত কার্বন মনোক্সাইড গ্যাসের ফলে ভূগর্ভে আটকে থাকা ২৪ জনের মধ্যে তাদের মৃত্যু হয়।