শনিবার, ২৩ জানুয়ারী ২০২১ ৯ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
Bangladesh Total News
ডেস্ক রিপোর্ট: সম্প্রতি মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে গাউছুল আজম হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (ক.) প্রকাশ হযরত সাহেব কেবলা কাবার প্রধান দিবস ১০ মাঘ ২৪ জানুয়ারি বার্ষিক ওরশ শরীফের এক প্রস্তুতি সভা গত ৮ জানুয়ারি ২০২১ শুক্রবার অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি তরুণ কুমার আচার্য কৃষ্ণ। সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক রুবেল শীল। স্বাগত বক্তব্য রাখেন প্রাবন্ধিক বরুণ কুমার আচার্য। এতে আরো উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক সমীর কান্তি দাশ, দপ্তর সম্পাদক অমর শর্মা, ঝুমুর সর্দার, অভিবসু মল্লিক, মিটু দাশ গুপ্ত, সোমা গুহ, অগ্নি নীলা শর্মা দিয়া, কাশ্মিরি দাশ, মুন্নি দাশ, সোমা চৌধুরী, শিপ্রাবসু মল্লিক, আদ্রিতা চৌধুরী প্রমূখ। মহান ১০ মাঘ বার্ষিক ওরশ শরীফ গাউসিয়া হক মঞ্জিলে মহাসমারোহে অনুষ্ঠিত হবে। উক্ত ওরশ শরীফে সকল সদস্যদেরকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়। এসময় সংগঠনের সদস্যের ছেলে-মেয়েদের মাঝে শিক্ষা সামগ্রী বিরতণ করা হয়।