রোববার, ১৭ জানুয়ারী ২০২১ ৩রা মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
Bangladesh Total News
ডেস্ক রিপোর্ট: কক্সবাজারের টেকনাফে শরণার্থী শিবিরে ‘আধিপত্য বিস্তারের জেরে’ রোহিঙ্গাদের দুইগ্রুপের মধ্যে গোলাগুলিতে একজন নিহত হয়েছেন। এসময় অন্তত ১০ জন আহত হয়েছেন। রোববার (১০ জানুয়ারি) ভোর রাত ৩টায় টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকূল ২১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের ১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিএন ) অধিনায়ক এসপি মো. তারিকুল ইসলাম।নিহত নুর হাকিম (২৭) টেকনাফের চাকমারকূল ২১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের হোসেন আলীর ছেলে।এসপি তারিকুল জানান, ভোররাতে টেকনাফের চাকমারকূল ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে রোহিঙ্গাদের দুইগ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে।খবর পেয়ে এপিবিএন সদস্যরা ঘটনাস্থলে পৌঁছলে পালিয়ে যায় সংঘর্ষে লিপ্ত থাকা রোহিঙ্গারা। পরে ঘটনাস্থল থেকে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। আহতদের রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।এসপি আরও জানান, রোহিঙ্গা ক্যাম্পের এখন পরিস্থিতি শান্ত রয়েছে। এছাড়া, এপিবিএন এর বিভিন্ন চেকপোস্টে নজরদারি জোরদার করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার পুলিশ অভিযান চালাচ্ছে।