রোববার, ২৪ জানুয়ারী ২০২১ ১০ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
Bangladesh Total News
ডেস্ক রিপোর্ট: আয়কর ফাঁকির মামলায় আদালতে হাজির করা হয়েছে জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে। বুধবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে পুরান ঢাকার বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর ভারপ্রাপ্ত বিচারক মোহাম্মদ নজরুল ইসলামের আদালতে তাকে হাজির করা হয়।আজ মামলাটি সাক্ষ্যগ্রহণের জন্য ধার্য আছে। মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীই একমাত্র আসামি।উল্লেখ্য, ২০১১ সালের ১৯ আগস্ট ২ কোটি ২৭ লাখ ৪০ হাজার ১২০ টাকা আয় গোপন করে তার ওপর প্রযোজ্য কর ৫৬ লাখ ৪৬ হাজার ৮১২ টাকা কর ফাঁকির অভিযোগে এনবিআর মামলাটি দায়ের করে। ২০১২ সালের ১৫ সেপ্টেম্বর মামলাটি সাঈদীর বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।