রোববার, ২৪ জানুয়ারী ২০২১ ১০ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
Bangladesh Total News
ডেস্ক রিপোর্ট: লালমনিরহাট জেলা শহরে কৃষি বিভাগের উপ পরিচালকের কার্যালয় খামারবাড়ি’র গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস কয়েকটি দল এসে প্রায় ৩০ মিনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। কি কারণে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ও ক্ষতি পরিমাণ জানা যায়নি।স্থানীয়রা জানান, বিকাল সাড়ে ৩টার দিকে তারা গুদামের ভিতরে হঠাৎ করে আগুন দেখতে পারে। পরে স্থানীয় ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। ফায়ার সার্ভিসের টহলদল স্থানীয় লোকজনের সহযোগিতায় ৩০ মিনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণ করেন।লালমনিরহাট কৃষি বিভাগের উপ-পরিচালক শামীম আশরাফের সাথে ফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তার বক্তব্য পাওয়া যায়নি।