মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১ ১২ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
Bangladesh Total News
ডেস্ক রিপোর্ট: চন্দনাইশ উপজেলার চন্দনাইশের বরমায় বেসরকারি সেবা ও উনয়ন সংস্থা “অর্গানাইজেশন ফর উইমেন্স ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (ওডেব)”র আয়োজনে গরীব শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়। গতকাল ২৯ ডিসেম্বর মঙ্গলবার এরিয়া অফিসার মোঃ মাহমুদুল হকের সভাপতিত্বে ও অনুপমা সাহার সঞ্চালনায় অনুষ্ঠিত কম্বল বিতরণ অনুষ্ঠানে অতিথি ছিলেন বরমা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আবু জাফর, চট্টগ্রামস্থ চন্দনাইশ মিডিয়া ক্লাবের সেক্রেটারি সাংবাদিক এম এ হোসাইন, বরমা উন্নতমান সরকারি প্রাথমিক বিদ্যালয় পিটিএ সভাপতি সৈয়দ শিবলী ছাদেক কফিল, ওডেবের পিও আলাউদ্দীন। আলোচক ছিলেন ওডেবের সজল দে, হেলাল মিয়া, রূপন দাশগুপ্ত, মিনতি বৈরাগী, নুর বেগম, নেপালী দাশ, শিবু সেনগুপ্ত প্রমুখ। এতে ১০০ শীতার্ত ব্যক্তিকে কম্বল প্রদান করা হয়।