রোববার, ১৮ এপ্রিল ২০২১ ৫ই বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ
Bangladesh Total News
ডেস্ক রিপোর্ট: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজন আজ মঙ্গলবার সকালে নগরীর টাইগারপাসস্থ চসিকের অস্থায়ী কার্যালয়ে প্রশাসকের দপ্তরে সিটি কর্পোরেশনের সড়ক বাতি ও বিবিন্ন স্থাপনার বিদ্যুৎ বিল বাবদ পিডিবি চট্টগ্রাম অঞ্চলের প্রধান প্রকৌশলী মোঃ শামসুল আলমের নিকট ১ কোটি ৫৪ লক্ষ টাকার চেক হস্তান্তর করেন। এসময় সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা মুফিদুল আলম, রাজস্ব কর্মকর্তা শাহেদা ফাতেমা চৌধুরী, অতিরিক্ত প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির চৌধুরী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ঝুলন কুমার দাশ, পিডিবি’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ ইমাম হোসেন, শহিদুল ইসলাম মৃধা, উপ-পরিচালক সালেহ আহমদ, নির্বাহী প্রকৌশলী হারাধন চন্দ্র দত্ত উপস্থিত ছিলেন। প্রশাসক পিডিবি’র বকেয়া পৌর করের কথা উল্লেখ করলে সেসময় পিডিবির প্রধান প্রকৌশলী আগামী কয়েক দিনের মধ্যে বকেয়া পৌরকর প্রদান করবেন বলে আশ্বাস দেন।