রোববার, ১৭ জানুয়ারী ২০২১ ৩রা মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
Bangladesh Total News
ডেস্ক রিপোর্ট: নিউ জিল্যান্ডের বিপক্ষে জয়ের জন্য প্রয়োজন ৩৭৩ রান। হাতে সময় প্রায় দেড় দিন। এমন লক্ষ্যে ব্যাটিং করতে নেমে চতুর্থ দিন পাকিস্তান দুই ওপেনারকে হারায় শূন্য রানেই। সেখান থেকে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়ায় মিসবাউল হকের দল। তবে শেষ পর্যন্ত শেষ রক্ষা হয়নি। ড্র-য়ের খুব কাছে গিয়ে ফিরতে হয়েছে মলিন মুখে। হারতে হয়েছে ১০১ রানে। মাউন্টমাঙ্গানুইয়ে প্রথম টেস্টে পাকিস্তানকে হারিয়ে টেস্ট র্যাংকিংয়ের শীর্ষে ওঠে নিউ জিল্যান্ড। এর আগে কখনো দলটি টেস্ট ক্রিকেটের এক নাম্বার দল হতে পারেনি।