বুধবার, ২০ জানুয়ারী ২০২১ ৬ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
Bangladesh Total News
মো:রিমন চৌধুরী,নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর ডোমারে হত দরিদ্র ৩’শ শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার সকালে বাগডোকরা নিমোজখানা স্কুল এন্ড কলেজ মাঠে সবার পাঠশালা, চিত্তরঞ্জন ইনস্টিটিউট ও সাধারন গ্রন্থাগার, ব্লাড ব্যাংক নিমোজখানা, মৈত্রি সংঘ,একতাই বল ও উদয়ন সেবা সংঘ যৌথভাবে এইসব শীতবস্ত্র বিতরণ করেন।
বিতরণী অনুষ্ঠানে সবার পাঠশালা’র উপদেষ্টা তপু রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ,ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক,স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক রাশেদুজ্জামান,ঢাকা জজ কোটের এ্যাডভোকেট মিনু রায়,শিক্ষক বকুল রায় প্রমূখ। শেষে, সবার পাঠশালা সংগঠনের পক্ষ থেকে ৫জনকে “সবার পাঠশালা সম্মাননা” ২০২০ ক্রেস্ট দেওয়া হয়েছে।