শনিবার, ২৩ জানুয়ারী ২০২১ ৯ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
Bangladesh Total News
ডেস্ক রিপোর্ট: আজ ১৩ই, ডিসেম্বর, রোজ বুধবার, মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে বিশ্ব অলি শাহানশাহ্ হযরত জিয়াউল হক মাইজভান্ডারীর ৯২ তম খোশরোজ শরীফ উপলক্ষে জিয়াউল হক মাইজভান্ডারীর মাননীয় ট্রাষ্টি মাওলা হুজুর মাইজভান্ডারী কেবলা কা’বার নির্দেশনায় কোভিড-১৯ এর ২য় ঢেউ এ আর্ত মানবতার সেবায় ও মানবসম্পদ উন্নয়ন এর লক্ষে সেলাই মেশিন, মাষ্ক এবং হ্যান্ড সেনিটাইজার বিতরণ অনুষ্ঠানটি সংগঠনের সভাপতি বাবু তরুণ কুমার আচার্য কৃষ্ণ এবং জনাব রুবেল শীলের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাষ্টের ফটিকছড়ি সাংগঠনিক সমন্বয়ক হাফেজ মাওলানা আবুল কাশেম,মাষ্টার কবীর আহমেদ, জয়নাল আবেদীন জুলু, মোঃ আলমগীর , নির্বাহী মেম্বার লায়ন ডাঃ বরুণ কুমার আচার্য বলাই, সংগঠনিক সম্পাদক ঝুমুর সর্দার, প্রচার সম্পাদক ঝন্টু শীল, সোনারাম আচার্য, সঙ্গীতা শীল, সাবেক সহ-সভাপতি টিটু চৌধুরী, সহ-সভাপতি শিপ্রা বসু মল্লিক,মহিলা সম্পাদিকা অর্চনা আচার্য, জুঁই রায় ও প্রমুখ। উক্ত অনুষ্ঠানে ৮জন বিধবা ও দুঃস্থ মহিলাকে সেলাই মেশিন এবং ফটকছড়ি কোভিড ১৯ হাসপাতালকে পাঁচ হাজার মাস্ক দেওয়া হয়।