রোববার, ২৪ জানুয়ারী ২০২১ ১০ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
Bangladesh Total News
রেজওয়ান আলী,বিরামপুর,(দিনাজপুর) প্রতিনিধি: মুজিব শতবর্ষ উপলক্ষে দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য ৪১৫টি গৃহ নির্মিত হচ্ছে৷ নির্মাণ কাজ দ্রুততার সাথে এগিয়ে চলছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপ-সহকারী ,জনস্বাস্থ্য, প্রকৌশল অধিদপ্তর,ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা,খানপুরসহ আজ নির্মাণ কাজ পরিদর্শন করেন। নির্বাচিত উপকারভোগী পরিবারের সদস্যরা তাদের সুখানুভূতি ব্যক্ত করেন এবং দোয়া করেন। মাননীয় প্রধানমন্ত্রীর উপহার পেয়ে তারা ভীষণ খুশী। বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকারের সহযোগিতায় জনকল্যাণমুখী কার্যক্রম পরিচালনা অব্যাহত রয়েছে বলে জনগণের মন্তব্য। এ বিষয়ে নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার বলেন,সকল গৃহ নির্মাণ সম্পন্ন হলে এ উপজেলার ৪১৫ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার মাথা গোজার ঠাই পাবে বলে মন্তব্য করেন।