রোববার, ২৪ জানুয়ারী ২০২১ ১০ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
Bangladesh Total News
ডেস্ক রিপোর্ট: আফগানিস্তানে শুক্রবার একটি ধর্মীয় অনুষ্ঠানে বিস্ফোরণের ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে আরও ২০ জন। হতাহতদের বেশিরভাগই শিশু। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, গজনি প্রদেশের একটি জেলায় আয়োজিত অনুষ্ঠানস্থলে একটি রিকশায় বোমা বিস্ফোরক পেতে রেখেছিল দুর্বৃত্তরা।কর্মকর্তারা জানিয়েছেন, সেখানে একটি কোরআন তিলাওয়াত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ওই অনুষ্ঠানেই বিস্ফোরণ ঘটানো হয়।এমন সময়ে এ হামলার ঘটনা ঘটলো যখন ১৯ বছরের যুদ্ধ বন্ধের লক্ষ্যে আফগানিস্তান থেকে মার্কিন বাহিনী প্রত্যাহারে তালেবানের সঙ্গে আলোচনার উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবারের হামলার ঘটনায় অবশ্য এখনও পর্যন্ত কোনও দল বা গোষ্ঠী দায় স্বীকার করেনি।