শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১ ৮ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
Bangladesh Total News
ডেস্ক রিপোর্ট: ভারতে যাত্রীবাহী বাসের সঙ্গে গ্যাস ট্যাঙ্কারের সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৫ জন।বুধবার ভোরে উত্তরপ্রদেশের সম্বল জেলায় আগ্রা-মোরাদাবাদ সড়কে এ দুর্ঘটনা ঘটে।ঘন কুয়াশার কারণেই গাড়ি দুটির সংঘর্ষ হয়েছে বলে ধারণা করছে পুলিশ।সম্বল জেলার পুলিশ সুপার চক্রেশ মিশ্র জানিয়েছেন, ধানাড়ি পুলিশ স্টেশনের কাছে বাস ও ট্যাঙ্কারের সংঘর্ষ হয়। বুধবার ভোরে উত্তরপ্রদেশের আলিগড় ডিপোর একটি সরকারি বাসের সঙ্গে গ্যাস ট্যাঙ্কারের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাতজন নিহত হন। আহত হন ২৫ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান তিনি।আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া